শফিকুল ইসলাম : ‘শিক্ষকদের হাত ধরেই, শিক্ষার ব্যবস্থা রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে ওই স্থানেই বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দাঁতভাঙ্গা ফুলজান বসুনিয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ন কবীর প্রমূখ।
সভাটি সঞ্চলনা করেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।