জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামপুরের সাংবাদিকরা।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা মোড় বটতলা চত্বরে সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা ইসলামপুরের সাংবাদিকদের কর্মসূচিতে স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সদস্য ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন পৌর শহরের বাইপাস সাড়কে পাথরঘাট এলাকায় অবৈধ ভাবে নদী ভরাট নিয়ে বক্তব্য রাখেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল ক্ষিপ্ত হয়ে তার বক্তব্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।