জামালপুর প্রতিনিধি : জামালপুরে আজ দিনব্যাপী কবিতা পাঠের আসর চলছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসন এর আয়োজন করে।
কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করছেন মেলান্দহের বিশিষ্ট সাংবাদিক শাহ্ জামাল |
জেলা সাহিত্য মেলার দ্বিতীয় দিনে জেলা শিল্পকলা একাডেমির নজরুল ইসলাম বাবু হলরুমে এই সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়।
কবি এড. বাকী বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসসের সাবেক এমডি লেখক ও সাংবাদিক হারুন হাবীব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুজতাহিদ বিল্লাহ ফারুকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কবি খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহমুদ, কবি ডা. মেহেদী ইকবাল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক কবি লেখকের পাশাপাশি মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সেবকদের মিলন মেলা ঘটে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।