জামালপুর সংবাদদাতা : জামালপুর র্যাব-১৪ অভিযান চালিয়ে হেরোইন কারবারি রেজওয়ান ওরফে রেজাউল (২০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রেজাউল শেরপুর সদর থানার বয়ড়া পুরানপুর গ্রামের হাসমত আলীর ছেলে।
২৫ অক্টোবর রাতে র্যাব-১৪ সিপিসি, ভারপ্রাপ্ত কমান্ডার, এস.এম. সবুজ রানার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, পুলিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ হাজার টাকার হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামীকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।