জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষভাব আসন্ন নির্বাচন অনুষ্ঠিতের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কাজে কর্মকর্তা, প্রার্থীদের সাথে পৃথক মতবিনিময় সভা ২৭ অক্টোবর বিকেল ৪টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস যৌথভাবে এর আয়োজন করে। ইউএনও সেলিম মিঞা এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় র্যাব-বিজিবি-আনছার-ভিডিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থী-নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিতর্কের উর্দ্ধে থেকে যে কোন মুল্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন অনৈতিক কাজ থেকে বিরত থাকার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ২ নভেম্বর হাজরাবাড়ি পৌরসভা, আদ্রা এবং ফুলকোচা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।