নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘কমিউনিটি পুলিশিং এর মূলতন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোসলেম উদ্দিন, শিক্ষক প্রভাষক জাকারিয়া লিটন, বণিক সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল করিম, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ¦ ইউনুছ আলী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের মোখলেছুর রহমান, গোলাম মোস্তফা গামা, সাইফুল ইসলাম, স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। সঞ্চালনা করেন থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।