সেবা ডেস্ক : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে "চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদেের" উদ্যোগে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে ১৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪টায় সংগঠনের সভাপতি ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারন সম্পাদক মো লিয়াকত আলী খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এ এম মাহবুব চৌধুরী, মোসলেম উদ্দিন মনসুর, জসিম উদ্দিন আহমদ চোধুরী, অধ্যাপিকা শিরিন আকতার, এডভোকেট দীপক কান্তি দত্ত, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, কাউন্সিলর আনজুমান আরা, আবু মো আরিফ, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মেরাজ তাহসিন শফি, মোহাম্মদ আলী, এস এম শহিদুল ইসলাম, ইসমাইল মনু, দাউদ আবদুল্লাহ লিটন, মো শফিউল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হায়দার, অচিন্ত্য কুমার দাশ, আমিরুল ইসলাম শাহানুর, ইকবাল নেওয়াজ খান, আরিফুল ইসলাম, মো মনজুরুল আলম চোধুরী, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, আসিফ ইকবাল, নাছির উদ্দিন, মিশফাল রাসেল, মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে জন্মদিন পালন এবং দোয়া ও মুনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।