শফিকুল ইসলাম : কুড়িগ্রাম জেলার রৌমারীর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেয়।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু (নৌকা) প্রতীক পেয়েছেন।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি (দোয়াতকলম), ইউপি সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু (কাপপ্রিজ), আরএসডিএর সাবেক নির্বাহী পরিচালক ইমান আলী ইমন (ঘোড়া), জেলা পরিষদের সাবেক সদস্য জাইদুল ইসলাম মিনু (হেলিকপ্টার), প্রভাষক মাইদুল ইসলাম এমএসএস (আনারস) ও ইসলামী ব্যাংকের সাবেক অফিসার আলমগীর হোসেন (মোটরসাইকেল)।
আগামী দুই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।