উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নারী সহ মাদক মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে মাদক ব্যবসার অভিযোগে উপজেলার লাহিড়ীপাড়া ও চেংটিয়া এলাকা থেকে নারী সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মডেল থানার উপ পরিদর্শক অরুপধর জানান, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে নারী সহ ২ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের নুরাল প্রামানিকের স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও উপজেলার চেংটিয়া গ্রামের তছির উদ্দিনের ছেলে হিটলার (৩৩)। আটক শাহনাজের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন ও হিটলারের কাছ থেকে ২০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, মাদক মামলায় নারী সহ আটক দুই জনকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।