সেবা ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবর (২৫/১০/২০২২ইং) মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্টদের জানানো হবে।
প্রসঙ্গত, এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।