জামালপুর সংবাদদাতা : আজ বেলা ১১ টা থেকে জামালপুরে দুই দিনের সাহিত্য মেলা চলছে। সংস্কৃত বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় বাংলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসন এর আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমি নজরুল ইসলাম বাবু মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতি সংঘের পরিবেশ বিষয়ক প্রধানমন্ত্রির বিশেষ দূত আবুল কালাম আজাদ।
প্রধান আলোচনা করেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. শামসুদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব, বাসসের সাবেক এমপি হারুন হাবিব, সংস্কৃতি মন্ত্রনালয়ের উপসচিব জোহরা খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কবি আব্দুল্লাহ আল মাহামুদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুজাহিদ বিল্ললাহ ফারুকী, কবি আলী জহির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।