উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামিদের গ্রেফতার করা হয়।
মডেল থানার ডিউটি কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ আব্দুস সালাম জানান, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া পৌরসভার শিবপুর পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), মৃত রহমত আলীর ছেলে আজম (৪০), ঝিকিড়া তালুকদার পাড়া মহল্লার মৃত জবেদ আলীর ছেলে আরিফ (৩৫) ও উপজেলার চর বদ্ধনগাছা গ্রামের মৃত মোক্তার মোল্লার ছেলে বেলাল হোসেন (৪৫)।
তাদের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন ও ২০ পিচ ইয়াবা এবং ডাকাতি প্রস্তুতির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় আটককৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।