উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হকের সঞ্চলায় গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভায় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক পর্যায়) বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ৪ ও ৫ এবং জোন পর্যায়ে ৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৭, ৮ ও ১০ সেপ্টেম্বর।
প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ড বল, কাবাডি, সাঁতার ও দাবা ইভেন্টে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।