মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. মাসুদ আহমেদ। ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা দ্বিতীয় ও হুমাইরা রশিদ রাফা দশম স্থান অর্জন করেছে।
বিজয়ী আয়শা ৩০ হাজার ও রাফা ২০ হাজার টাকা পুরষ্কার পান।
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান নয়া শতাব্দীকে জানান, এতো বড় প্লাটফর্মে আমাদের কলেজের শিক্ষার্থী দ্বিতীয় ও দশম স্থান অর্জন করায় আনন্দিত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।