কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজসেবামূলক কাজে আগ্রহী ব্যক্তিগণ স্বেচ্ছাশ্রমে দুই হাজার তালবীজ রোপন করেন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী থেকে বগুড়া জেলার ধুনট হয়ে শেরপুর উপজেলা অবধি ১৮ কিলোমিটার মহাসড়কের দুইপাশে এই তালবীজ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তায় বিতরণ কাজের উদ্বোধন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন রাজফুল ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তালবীজ রোপনকাজে অংশ নেন বদ্বীপ বাংলাদেশ সম্পাদক ফজলুল হক মনোয়ার, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল জলিল, ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান নির্বাহী প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, অধ্যক্ষ ইউসুফ আলী, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, এনামুল হক মনি, নাবিউর রহমান চয়ন, আলম হোসেন, মাহমুদুল হাসান, শাহীন আলম, নির্জন, আবু সাইম, আব্দুল মজিদ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।