উল্লাপাড়ায় মাছের পোনা অবমুক্ত করলেন এমপি তানভীর ইমাম

S M Ashraful Azom
0

 : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিবের বাংলাদেশ’। এ শ্লোগানে উপজেলা মৎস্য অধিদফতরের অর্থায়নে উল্লাপাড়ার ৯টি স্থানে ৪৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন সিরাজগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। 

উল্লাপাড়ায় মাছের পোনা অবমুক্ত করলেন এমপি তানভীর ইমাম



 বৃহস্পতিবার সকালে উপজেলার সোনতলা ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে ৬০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসুচির উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক  মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন,  সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক ও  উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ।


উপজেলার সোনতলা সেতু সংলগ্ন করতোয়া নদীতে ৬০ কেজি রুই জাতের মাছের পোনা অবমুক্তকরণ, উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে ১০০ কেজি, ঘাটিনা ব্রিজ সংলগ্ন করতোয়া নদীর অভয়াশ্রমে ৪০ কেজি, খাসচর ওসমানগনি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পুকুরে ৬০ কেজি, মহিষাখোলা আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি, এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প-২ এর পুকুরে ৪০ কেজি, পাটধারী আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি, বনবাড়িয়া আশ্রয়ন প্রকল্প পুকুরে ৪০ কেজি, কালিয়াকৈর গুচ্ছগ্রাম সমবায় সমিতির পুকুরে ৪০ কেজি। উপজেলার ৯ টি স্থানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোট ৪৬২ কেজি রুই জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top