জামালপুর সংবাদদাতা : জামালপুরে কন্যা খুনের পর মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কন্যা কাজলী আক্তার ময়নার মৃতদেহ উদ্ধারের আড়াইদিন পর মা জোসনা বেগমের মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বড়ইতলা বানার খালে মায়ের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ ঘটনায় মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকার শামীম ও জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকার মামুনকে আটক করা হয়েছে। মা-মেয়ের হত্যার যোগসূত্র অনুসন্ধানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এর আগে ৩ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার বানার নয়াপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী জোসনা বেগম এবং মেয়ে ময়না নিখোঁজ হয়। ৪ সেপ্টেম্বর সকালে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা ময়নাকে ধর্ষণ শেষে হত্যা করা হতে পারে।
জামালপুর থানার ওসি কাজী শাহনেওয়াজ মৃতদেহ মর্গে পাঠানোর প্রস্তৃতি চলছে। সম্ভাব্য আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।