ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে ঘাটাইলে ১৮ শতাধিক গাছের চারা রোপনের মধ্য দিয়ে সবুজায়ন এর উদ্যোগে “আরণ্যক” এর উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভোজদত্ত থেকে শিবের পাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে বনজ ও ফলজ ১৮ শতাধিক গাছের চারা রোপনের মধ্য দিয়ে “আরণ্যক” এর উদ্বোধন করেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বন বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন আকন্দ হেপলু, এ ছাড়াও অনুষ্ঠানে ঘাটাইলের উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,শিক্ষা অফিসার কল্পনা রানী, সহকারী প্রকৌশলী (এলজিইডি) রোশান আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া বেগম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কামাল পাশা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।