মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ এক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ১৫ শ পিস ইয়াবাসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত টঙ্গী বাজার হাজীর মাজার বস্তীর মো হারুন মিয়ার ছেলে মো নুরুল ইসলাম (৩৪)।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।