শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি’র) ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। পরে সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামছুল হক মৌলভী, আবুল হাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, ইউনিয়ন বিএনপির সভাপতিগণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। এসময় উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।