বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য আজ রোববার বিতরণ করা হয়েছে।
মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে এক হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
তালিকাভুক্ত প্রত্যেক পরিবার ৪০৫ টাকা মূল্যের প্যাকেজে সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল বিতরণ করা হয়।
মেরুরচর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত¡াবধানে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে এসময় মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ট্যাগ অফিসার মো. রাফিউজ্জামান , ইউপি সচিব সুলতান মাহমুদ, যুবলীগ নেতা আরিফুর রহমান বানু উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।