সেবা ডেস্ক : জামালপুরের মেলান্দহে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা ২৩ আগস্ট মঙ্গলবার মির্জা আজম আধুনিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে এবং মেলান্দহ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাজেদা ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সেলিম মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।
এসময় ভাইস চেয়ারম্যান ডা. মো. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, সাজেদা ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের সিনিয়র সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশন বকশীগঞ্জ এর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. লুৎফর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সাজেদা ফাউন্ডেশন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংস্থাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।