জামালপুর সংবাদদাতা : জামালপুরের র্যাব-১৪ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো কুমিল্লার নিসার গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ফজয়সাল (২২), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৩২), ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোড়াগালার গ্রামের মনজিলের ছেলে মুরাদ মিয়া (২৮) এবং বারাগ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।
র্যাবের কোম্পানি কমান্ডার সিপিসি-১, স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট রাতে নালিতাবাড়ির নন্নী এলাকায় অভিযান চালিয়ে বিপুল জামালপুর শহরের সিএন্ডবি রোড়ের পাশ থেকে গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত মাদকের মুল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।