উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম দলীয় নেতা-কর্মী ও জন সাধারণকে আওয়ামী সরকারের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে অবহিত করতে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
সোমবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মী নিয়ে উপজেলার কয়ড়া ও চরপাড়া বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আ'লীগ নেতা মোঃ আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, আওয়ামী লীগ নেতা ও শিক্ষক মোঃ জাবেদ আলী, আ'লীগ নেতা মোঃ মজির হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম জীবন, একরামুল ইসলাম একরা প্রমুখ।
মেয়র নজরুল গণসংযোগ কালে বলেন, উন্নয়ন ও অগ্রগতির অগ্রপথিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বৈশ্বিক এই দুর্যোগকালীন সময়ে অন্য যে কোন দেশের চেয়ে আমরা যথেষ্ট ভালো আছি। দেশকে আরো এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সরকার গঠনের সহযোগিতার আহবান জানান তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।