জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রক্তের বন্ধন ঝাউগড়া শাখা এই ক্যাম্পেইনের আয়োজন করে।
বঙ্গবন্ধু সরকারি কলেজে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রক্তের বন্ধন ঝাউগড়া শাখার উপদেষ্টা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম আফসারী, রকিবুল ইসলাম, সানাউল ইসলাম মালেক।
এছাড়াও বঙ্গবন্ধু সরকারি কলেজের উপাধ্যক্ষ তোফাজ্জল আহমেদ, কলেজের শিক্ষক আলামিন ক্যাম্পেইন পরিচালনায় সার্বিকভাবে সহযোগীতা করেন।
এ সময় কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইন সফল করতে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সোলাইমান কবির সেলিম, সহ-সভাপতি নবীন ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সাগর, দপ্তর সম্পাদক এনামুল হক, কার্যনির্বাহী সদস্য সোহাগ রানা, আরিয়ান আরাফাত শাকিল প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।