জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মেলান্দহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ২৩ জুলাই দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
ইউনিটির সভাপতি-দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো.শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন।
মৎস্য সেক্টরের সফলতা অব্যাহত রাখার উপর গুরুত্বরোপকরে বক্তব্য রাখেন-উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা শায়লা জান্নাত, মৎস্য বীজ উৎপাদন কর্মকর্তা (খামার) হাছেন আলী, ক্ষেত্র সহকারি শামসুজ্জোহা, সংবাদ সারাবেলার সিনিয়র সাংবাদিক আলমগীর আহমেদ শাহ্জাহান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও খোলাকাগজের প্রতিনিধি মুত্তাসিম বিল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক ও সংবাদ প্রতিদিনের প্রতিনিধি জিল্লুর রহমান রতন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি-দৈনিক অধিকারের প্রতিনিধি আলফাহাদ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।