নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে কনস্ট্রাকশন মেশিনারিজ ক্রেতাদের অংশগ্রহণে জেসিবি কাস্টমার মিট –২০২২ এর আয়োজন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)। সম্প্রতি জেলার শিবগঞ্জ উপজেলায় পর্যটন মোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশের উত্তরাঞ্চলের ক্রেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাকের মোটর ভেহিক্যাল ডিভিশনের চিফ বিজনেস অফিসার এস এম জসিম উদ্দিন, কনস্ট্রাকশন মেশিনারিজ অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিভিশনের ম্যানেজার মাহমুদুল হাসান কাওসার এবং মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিষ্ট আমিন মাহমুদ।
বাংলাদেশে বিশ্বের শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন মেশিনারিজ ব্র্যান্ড জেসিবি’র একমাত্র পরিবেশক এনার্জিপ্যাক। জেসিবির সাশ্রয়ী ও বিশ্বমানের নির্মাণ যন্ত্রপাতি সরবরাহ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনার্জিপ্যাকের কনস্ট্রাকশন মেশিনারিজ অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্ট।
জেসিবি বিশ্বের তৃতীয় বৃহত্তম নির্মাণ যন্ত্রপাতি উৎপাদক এবং নাম্বার ওয়ান ব্যাকহো লোডার উৎপাদক প্রতিষ্ঠান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।