মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : গাজীপুরে টঙ্গীতে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহমুদা আখতার জলি ও টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে এম, জিয়াউর রহমান মামুন রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, এডিসি হাসিবুল ইসলাম, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, কাদেরিয়া টেক্সটাইল মিলস আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়ারুল হক, আমজাদ আলী সরকার উচ্চ বিদ্যালয়ের এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, গর্ভনিংবডির সদস্য সেলিম খান, আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ মোঃ আনোয়ার হোসেন, শহীদ স্মৃদি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.জাবেদ মাসুদ, মরহুমের বড় ভাই মো. আতিকুল ইসলাম আতিক, নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেন খান, আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমদের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উলেখ্য টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার ডলিকে আত্মতায়িদের হাতে নির্মম ভাবে নিহতহ হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।