লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকালে ইউনিয়নের পাঁচবাড়িয়া মাদরাসা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আঃ সালাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুজ্জামান লেবুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন,আঃ রাজ্জাক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপ সম্পাদক জিয়াউল হক,য়ুব মহিলা লীগ সভাপতি আবিদা সসুলতানা যুথী,উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রশিদ মন্ডলের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু সহ স্ব পরিবারের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।