সেবা ডেস্ক : শনিবার বাদ আসর হতে চট্টগ্রাম বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতলঝর্ণাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায় পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহির স্মরণে ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল ও অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী হুজুরের সহধর্মিণী মরহুমা আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগমের পবিত্র পঞ্চ মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে পবিত্র খতমে কুরআন মাজীদ , খতমে গাউসিয়া শরীফ, তকরির, মিলাদ-কিয়াম দোয়া-মুনাজাত মুফতি-এ আহলে সুন্নাত, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে তকরির করেন -নজিরিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক ও লালিয়ারহাট কাজীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আলকাদেরী।
এতে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক, আল্লামা হাফেয সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী, ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব সৈয়দ মুনির উদ্দিন, গুলবাগ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মাসউদুর রহমান হোসাইন, মসজিদে রহমানিয়া গাউসিয়ার খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন , ইসলামিয়া হাট উকিল মিয়া জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, শাহজাদা সৈয়দ আখতার হোসাইন কাদেরী, রহমানিয়া গাউসিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল হক কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ রায়হান , হাফেজ ইকবাল হোসাইন রবি, সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান প্রমূখ।
মাহফিলের সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন- শাহাদাতে কারবালা হতে মুসলমানদের শিক্ষা গ্রহণ করতে হবে। কঠিন মুহূর্তেও আল্লাহ ও রাসূলের প্রতি অনুগত থেকে ধৈর্যধারণ করতে হবে। বিশেষ করে নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে। এতে ঈমান মজবুত ও শক্তিশালী হবে। তাই আল্লাহ, তাঁর প্রিয় হাবীব দঃ ও আহলে বাইতে রাসূলের প্রতি মুহাব্বত রাখা ঈমানের দাবী।
মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন এবং পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী (মু,জি,আ)।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।