সেবা ডেস্ক : রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন শুক্রবার (২৯ জুলাই ২০২২) বিকাল ৩ টায় সরফভাটা ইত্যাদি চত্বরে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা ড. হাছান মাহমুদ এমপি।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করবেন সাধারন সম্পাদক দিদারুল আলম খোকন।
ত্রি- বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো নাছির উদ্দিন রিয়াজ।
উক্ত ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম দিদার।
বিশেষ অতিথি হিসেবে এতে আরও উপস্থিত থাকবেন জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনকে সফল, সুন্দর, সার্থক ও বেগবান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।