নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে জারি গান শুনতে যাওয়া সহির উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
আজ সোমবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে সাধুরপাড়া ইউনিয়নে মাঝের পাড়া গ্রামে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রোববার ঈদের দিন রাত ৮ টার দিকে সহির উদ্দিন জারি গান শোনার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুরে বাড়ির পার্শ্বে ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।