বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান |
সেবা ডেস্ক : বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান এর মৃত্যুতে মধুমালা রেডিও ক্লাব, চাঁপাইনবাবগঞ্জ শোক প্রকাশ করেছেন।
মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিরর মাধ্যমে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব আহম্মদ কামরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ক্লাব সভাপতি শোক প্রকাশ করে বলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আধুনিক বেতার এবং ডিজিটাল প্রচার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে বেতার শ্রোতারা এক জনপ্রিয় ব্যক্তিকে হরালো।
উল্লেখ্য, জনাব আহম্মদ কামরুজ্জমান ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।