সেবা ডেস্ক : মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার সারাদেশের ভূমিহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এ তথ্য জানান।
এ সময় তিনি জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলায় মোট ৪ হাজার ৮৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেয়া হবে।
প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণই আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।