শামীমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন মেরুরচর ইউনিয়ন পরিষদ।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২খ্রি.) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে মেরুরচর ইউপিকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক এর হাতে ক্রেষ্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজমিরা হাসান, সুখী জীবন কর্মসূচির জেলা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান , মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিসহ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।