বোয়ালখালীতে সান্ সাইন একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ |
বোয়ালখালী, চট্টগ্রাম সংবাদদাতা : বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে সান্ সাইন একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনিবার (২ জুলাই) অনুষ্ঠিত হয়।
এতে প্যানেল মেয়র শেখ আরিফ উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সোহেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর মেয়র জহরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রেবেকা সুলতানা মনি, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস।
অনুষ্ঠানে শিক্ষক সজিব নাথ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জাহাঙ্গীর, মোঃ হাফেজ, মোঃ মোরশেদ, মোঃ মহিউদ্দিন, মোঃ নেজাম উদ্দীন, নান্টু দাশ, মোঃ মোরশেদ তালুকদার, মোঃ শাহরিয়ার রিপন, সানজিদ হোসেন, এনামুল ফারুক, এবং উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ এসকান্দর, মোঃ ইউসুফ, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুর নাহার, ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী প্রমূখ।
শেষে অতিথিদের উপস্থিতে র্্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।