নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।
২৩ জুলাই শনিবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য কমর্কতার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ৭ দিন ব্যাপী নির্ধারিত কর্মসূচি নিয়ে আলাপচারিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল। মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানান, মাছের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরই মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলায় মৎস্য চাষের সম্ভাবনার দোয়ার খুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।