নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে থামিয়ে রাখা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় আহতদের মধ্যে নারীসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পলাতক সিএনজি চালকসহ অজ্ঞাত ট্রাক ও চালককে খুঁজছে হাইওয়ে পুলিশ।
রোববার বিকেলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত সুজা প্রামানিকের ছেলে আলতাফ হোসেন (৬০) ও নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের শহিদুল হোসেনের স্ত্রী মোসলেমা খাতুন (৪০)।
জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর অজ্ঞাত একটি ট্রাক রাস্তার উপর থামিয়ে রেখে চালক ফিলিং স্টেশনের বিল পরিশোধ করছিলো। এসময় যাত্রীবাহী একটি সিএনজি থামিয়ে রাখা ট্রাকের পেছনে দ্রæত গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ফেলে পালিয়ে যায় চালক। সুযোগ বুঝে ট্রাক নিয়েও সটকে যায় আরেক চালক। খবর পেয়ে মহাসড়কে টহলরত কুন্দারহাট হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি। তার সন্ধান চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।