লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত ও ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত বুধবার (২০জুলাই) রাতে ইউনিয়নের মোরাদাবাদ বাজারস্থ ওই কার্যালয়ে ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত।
জানাগেছে, মোরাদাবাদ বাজারে টিনসেড একটি ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ ভাংচুর করে তছনছ করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র।
প্রত্যক্ষদর্শীরা বলেন, 'আমরা একটু দূর থেকে দেখেছি মুখোশ পড়ে ৫ থেকে ৭ জন লোক ইউপি চেয়ারম্যানের অফিস ভাংচুর করে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে।'
প্রত্যাক্ষদর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনু মন্ডল বলেন, 'ঘটনার সময় আমি পাশের একটি দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ বিকট শব্দ শোনতে পাই। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দূর থেকে দেখতে পাই ১০ থেকে ১২ জন অপরিচিত মুখোশধারী ব্যক্তি ভাংচুর করে সটকে পড়ছে।'
পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'মোরাদাবাদ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত ফিল্মস্টাইলে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় বঙ্গবন্ধুর ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে কেউ দেখার আগেই দুর্বৃত্তরা দ্রুত চলে যায়। আমার ধারণা, ওই কার্যালয়ে যেহেতু আমি নিয়মিত বসি, সেহেতু আমাকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়েছে। আমাকে না পেয়ে দুর্বৃত্তরা দ্রুত চলে গেছে। আর আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি।'
মোরাদাবাদ বাজার পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, 'ঘটনার সময় কয়েকজন পাশের চা পানের দোকানে বসেছিলাম। ভাংচুরের শব্দ শোনে এগিয়ে এসে দেখি ৫ থেকে ৭ জন মুখোশ পড়া অপরিচিত লোক ভাংচুর চালাচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের দেখা মাত্রই তারা দ্রুত মোটরসাইকেল যোগে চলে যায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ইসলামপুর থানার এসআই আব্দুল আলীম বলেন, 'খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।