জামালপুর প্রতিনিধি : জামালপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে এ উপলক্ষে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা।
সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো: জাফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মো: আব্দুল কাদের, নির্বাহী সদস্য মো: মাহফুজুর রহমান।
এছাড়াও বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বকুল, অর্থ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পেশাগত মানোন্নয়নে ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সোচ্চার থাকার আহবান জানান।
পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সরকার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।