নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা জাতীয় পার্টির প্রয়াত যুগ্ম আহবায়ক ও নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চুর ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বাদ আছর পৌর সদরের কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা। মরহুম হাজী বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়েছে।
মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল মোমিন।
এ সময় উপজেলা জাপার যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ রানা, যুগ্ম আহবায়ক ও পৌর জাপার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আজিজ মাস্টার, উপজেলা জাপার যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দেড় শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজী নুরুল আমিন বাচ্চু ২০২১ সালের ২১ জুলাই পবিত্র ঈদুল আজহার দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।