নূরুজ্জামান খান : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
৬ জুন সোমবার বিকালে উপজেলা প্রেস ক্লাবে কমিটি গঠন উপলক্ষে সভায় সকলের সম্মতিতে দৈনিক নয়াদিগন্তের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হেদায়েত উল্লাহকে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক পদে যথাক্রমে পুন:নির্বাচিত করা হয়।
এছাড়াও জিএম সাফিনুর ইসলাম মেজর ও আ: রাজ্জাক মাহমুদকে সহসভাপতি , এস এম আশরাফুল আজমকে যুগ্ন-সাধারণ সম্পাদক, রকিবুল হাসান বিদ্রোহীকে কোষাধ্যক্ষ , আফজাল শরীফকে দপ্তর সম্পাদক, নুরুজ্জামান খানকে সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
এই কমিটিতে ১ নম্বর সদস্য গোলাম রাব্বানী নাদিম, শাহজাহান পারভেজ শাহীন, শামীম তালুকদার, মনিরুজ্জামান লিমন, ফয়জুর রহমান, রাশেদ আলম স¤্রাট, মেহেদী হাসান, রব্বানী রহমান ও আক্তার হোসেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।