রাজু আহমেদ সাহান : সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফলে আঃলীগ মনোনীত জহুরুল হাসান নান্নু নৌকা প্রতীকে ১০৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খাঁন ঘোড়া প্রতীক নিয়ে ৬৬১১ ভোট পেয়েছেন।
এছাড়াও মোটরসাইকেল প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন সাবু পেয়েছেন ৩৫২১ ভোট এনং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মানসুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট।
বুধবার সকাল ৮ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩০৮৬১ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৫৭৭২, নারী ভোটার সংখ্যা ১৫০৮৯ জন।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।