নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রথম বারের মত ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সুপারভাইজার ও গৃহগণনাকারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল শনিবার সকালে শুরু হয়েছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার শাহীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, রাজু আহাম্মেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।