উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার রফিকুল ইসলামের বাড়ী হইতে কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়ী পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এডিপি প্রকল্প থেকে ৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রবিবার দুপুরে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা রানী মায়া, কাউন্সিলর গোলাম আউলিয়া, মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী সাফিউল কবিরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।