উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ হল রুমে ০৪ দিনব্যাপী জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান জানান, জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়নের ১৩ জন সুপারভাইজার ও ৭৫ জন গণনাকারী যুবক - যুবতী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে আগামী ১৫ জুন-২০২২ হতে ২১ জুন-২০২২ ইং পর্যন্ত ইউনিয়নের প্রতিটি বাড়ি গিয়ে জনসংখ্যা ও গৃহ গণনার তালিকা তৈরির কাজ করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।