সেবা ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাওনা ৬৫ টাকা আদায় নিয়ে কথা-কাটাকাটির জেরে কিশোর রুবেল মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু রিয়াদের বিরুদ্ধে। তারা দুজনই ১৬ বছরের।
গতকাল বুধবার বেলা ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন জামালপুর র্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
জামালপুর র্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়া গত ২ জুন রাত থেকে নিখোঁজ হয়। পরে ৪ জুন বকশীগঞ্জের মাইছানিরচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জের নয়াগ্রাম থেকে ইউনুছ আলীর ছেলে রিয়াদকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিয়াদ। রিয়াদ জানায়, গত ২ জুন রাতে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় দুই বন্ধু একসঙ্গে মাদক সেবন করে। পরে রিয়াদ তার পাওনা ৬৫ টাকা চাইলে ক্ষুব্ধ হয় রুবেল।
কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় বাঁশ দিয়ে রুবেলের মাথা ও ঘাড়ে আঘাত করে রিয়াদ। এ ছাড়া রিয়াদ রুবেলের শ্বাসরোধ করে রাখে দীর্ঘক্ষণ। এতে ধীরে ধীরে রুবেল নিস্তেজ হয়ে যায়। তবে তার হার্টবিট চলতে থাকে। পরে রিয়াদ তাকে টেনে নিয়ে যমুনা নদীতে ফেলে দেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।