সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের মনোনিত সাধারন সম্পাদক আফজাল হোসেনকে পরিবর্তনের দাবীতে উত্তাল নিলক্ষিয়া ইউনিয়নের তৃণমুল আওয়ামীলীগের নেতারা। সাধারন সম্পাদকের পরিবর্তনের দাবীতে সোমবার বকশীগঞ্জ-জামালপুর সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ৩নং ওয়ার্ডের বাসিন্দারা।
বিক্ষোভ সমাবেশে বক্তরা দাবী করেন, রবিবার কাউন্সিলরের মাধ্যমে নির্বাচিত সাধারন সম্পাদক আফজাল হোসেন কোনদিনই আওয়ামীলীগ করেনি। বরং জানুয়ারীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বিরোধীতা করেছে।
নিলক্ষিয়া পাবলিক কলেজ ভোট কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী এজেন্ট হিসাবে আওয়ামীলীগের কর্মীদের উপর হামলারও অভিযোগ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড মহিলী লীগের সভাপতি ফুল সুন্দরী, আওয়ামীলীগের কর্মী মাজেদা বেগম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী আফজাল শরীফ ও আওয়ামীলীগ কর্মী সেলিম মাহামুদ প্রমুখ।
অপরদিকে পৃথক স্থানে নির্বাচিত কাউন্সিলর আফজাল হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে পৃথক স্থানে মানববন্ধন করে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিকদের জানান, আওয়ামীলীগ বৃহত্তম দল। এখানে বঞ্চিতরা এ ধরনের মানববন্ধন করতেই পারে। তবে আরও যাচাই বাছাই করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।