নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. ফারুক আহমেদ-এর শাশুড়ি নুরুন নাহার (৭৫) ব্রেনস্ট্রোক আক্রান্ত হয়ে গত শুক্রবার ভোররাতে শাজাহানপুর উপজেলার মাঝিরা দুবলাগাড়ী হাট এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু, সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ রানা, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ মাস্টার, যুগ্ম সদস্য সচিব রেজাউল হক, রাসেল মাহমুদ, আবুল হোসেন, ভাটগ্রাম ইউনিয়ন জাপার সভাপতি হাজী আছির উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।