নূরুজ্জামান খান : জামালপুরের বকশীগঞ্জের সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সামনে ময়মনসিংহের গফুরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১২ জুন সকালে উপজেলার শিক্ষকরা কর্মবিরতী ও মানবন্ধন কর্মসূচী পালন করেন।
কর্মবিরতী ও মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরল ইসলাম আব্দুল্লাহ, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান মনি, প্রভাষক মারুফ আহমেদ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক মিন্টু চন্দ্র দে, প্রভাষক আশরাফ হোসাইন, প্রভাষক সাঈদ আসাদুল্লাহ, প্রভাষক মমিনুল ইসলাম, প্রভাষক ফজলে আমীন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক নাহিদুল ইসলাম, প্রভাষক অন্তিক সরকার, প্রভাষক শামীম হোসাইন ও প্রভাষত নয়ন মিয়া।
এ সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান। তারা ময়মনসিংহের গফুরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন। একই সাথে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।